ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভূমিদস্যুরা ৫৬টি খাল ভরাট করে ফেলেছে : পূর্তমন্ত্রী

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভূমিদস্যুরা ৫৬টি খাল ভরাট করে ফেলেছে : পূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ভূমিদস্যুরা ৫৬টি খাল ভরাট করে ফেলেছে। গত ১৫ বছরে ধীরে ধীরে বালু ফেলা হয়েছে। তুরাগ নদীর চিহ্নও দেখা যাচ্ছে না।

রোরবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভূমিদস্যুরা খাল ভরাট করে ফেলেছে । আশুলিয়ায় রাস্তার দুই পাশে যে পানি দেখা যেতো এখন আর তা দেখা যায় না। গত ১৫ বছর ধরে ধীরে ধীরে সেখানে বালু ফেলে তা ভরাট করা হচ্ছে। এখন তুরাগ নদীর চিহ্নও দেখা যাচ্ছে না। পাইপে করে প্রচুর বালি বাইরে থেকে আসছে। এটা বন্ধ করা সম্ভব না হলে সবই ভরাট হয়ে যাবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইন আছে জলাশয় ভরাট করা যাবে না। তবে আইন প্রয়োগ করা যাচ্ছে না। রোধ করা যাচ্ছে না ভূমি দখল। কারণ, আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সৎ নয়। গুলশান বনানীর ফুটপাত ঘেষেও বড় বড় বিল্ডিং হয়েছে। অথচ ফুটপাত থেকে তা ৫ ফুট দূরে থাকার কথা।

ভূমিদস্যুরা কি সরকারের চেয়ে ক্ষমতাশালী- এ প্রশ্নের উত্তরে মোশাররফ বলেন, ‘না, তা নয়। এ কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিদস্যুদের ছাড় দেবেন না। তিনি এদের বিরুদ্ধে দ্রুতই পদক্ষেপ নেবেন।’

পূর্তমন্ত্রী বলেন, ‘যেসব দেশ উন্নত হয়েছে তারা উপরের দিকে উঠেছে। তারা ভূমিতে বিস্তৃত হচ্ছে না। কৃষি ভূমিকে রক্ষার জন্য বর্তমান সরকারও কৃষিজমিতে বাড়িঘর করাকে নিরুৎসাহিত করছে। বাংলাদেশকে বাঁচাতে চাইলে কৃষি জমি রক্ষা করতে হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পূর্বাচলে আপাতত বিদ্যুতের খুটি আছে। তবে বিদ্যুৎ, পানি ও স্যুয়ারেজের সব লাইন নিচে চলে যাবে। পূর্বাচল হবে একটা স্মার্ট সিটি।’

ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ এর আগে মন্ত্রীর বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন।

ডিআরইউ’র নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করার পর কোন মন্ত্রীর সঙ্গে এটিই প্রথম মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানের আয়োজন।



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/এম এ রহমান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়