ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

অবরোধ তুলে নিলেন ব্যবসায়ীরা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবরোধ তুলে নিলেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নীলক্ষেত মোড়ের অবরোধ প্রত্যাহার করেছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের আশ্বাসের পর তারা অবরোধ তুলে নেন।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। এ সময় ওই এলাকায় তীব্র যানজট দেয়। সাধারণ মানুষকে পড়তে হয় চরম দুর্ভোগে।

স্থানীয় লোকজন এবং ব্যবসায়ীরা জানান, সোমবার বিকেল সাড়ে ৪টায় ঘটনাস্থলে আসেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তিনি ব্যবসায়ীদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

শেখ ফজলে নূর তাপস গণমাধ্যমকে বলেন, ‘আমি সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। একটা সুন্দর সমাধান হবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সাংবাদিকদের বলেন, ‘নিউমার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা আছে। কিন্তু সেটা অমান্য করে মাস্টারপ্ল্যানের বাইরে ছাদে দোকান হচ্ছে। যা আইনের পরিপন্থী।’

সোমবার সন্ধ্যায় নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক আছে। যানচলাচল শুরু হয়েছে। তবে যানজট মোকাবিকলায় বেগ পেতে হচ্ছে।’



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়