ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেয়েকে এপিএস বানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়েকে এপিএস বানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : নিজের সহকারি একান্ত সচিব (এপিএস) হিসেবে নিজের মেয়েকে নিয়োগ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা কানিজ ফাতেমা চৈতিকে এপিএস হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, কেরামত আলী যতদিন প্রতিমন্ত্রীর পদে থাকবেন বা কানিজ ফাতেমাকে এপিএস পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

গত ৩ জানুয়ারি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়।

প্রসঙ্গত, একজন প্রতিমন্ত্রী সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব পদমর্যাদার একজনকে একান্ত সচিব (পিএস) হিসেবে পান। এছাড়া প্রতিমন্ত্রী তার পছন্দমতো একজনকে সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দিতে পারেন।

কানিজ ফাতেমা ইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়েছেন। তিনি এর আগে জেট এয়ারওয়েজে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৮/নঈমুদ্দীন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়