ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অবৈধ গ্যাস সংযোগ : দুদকের অভিযানে মিলেছে সত্যতা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবৈধ গ্যাস সংযোগ : দুদকের অভিযানে মিলেছে সত্যতা

নিজস্ব প্রতিবেদক : অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগে জড়িতদের চিহ্নিতকরণ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) গ্রাহকের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে রাজধানীর আজিমপুরের একটি ভবনের ৮টি ফ্ল্যাটে অবৈধ গ্যাস সংযোগের অস্তিত্ব ও  লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকির প্রমাণ মিলেছে।

সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী রাইজিংবিডিকে বলেন, বিদ্যুৎ ও গ্যাস চুরি, অবৈধ সংযোগ ও রাজস্ব ফাঁকি রোধ করা স্বস্ত প্রতিষ্ঠানের দায়িত্ব। কিন্তু এসব অপরাধে জড়িত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে তাদের দুর্নীতি উদঘাটন এবং আইনগত ব্যবস্থা নেওয়া দুদকের ম্যান্ডেট।

তিনি আরো বলেন, এসব প্রতিষ্ঠানে অবৈধ সংযোগের ঘটনায় ঘুষের লেনদেন ধরতে দুদকের ‘ট্র্যাপ টিম’ সার্বক্ষণিক নজরদারি করছে।

দুদক জানায়, দুদকের দুইটি অ্যানফোর্সমেন্ট টিম গত ২৩ জানুয়ারি ও আজ ২৯ জানুয়ারি তিতাস গ্যাস এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি)  অভিযান চালায়। দুদকের নিজস্ব পুলিশ ফোর্সের সহায়তায় সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আজিমপুরের একটি ভবনের ৮টি ফ্ল্যাটে অবৈধ গ্যাস সংযোগ ও রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। অভিযানের পর তিতাসের জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করতে দুদক অনুসন্ধান শুরু করেছে।

অপরদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির  (ডিপিডিসি) বনশ্রী এনওসিএস অফিসে বিদ্যুৎ সংযোগ প্রদান, ডিমান্ড নোট ইস্যু এবং বিদ্যুৎ চুরি সংক্রান্ত ঘটনার অভিযোগ পর্যবেক্ষণের জন্য দুদকের অপর একটি টিম সেখানে অভিযান চালায়।



রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়