ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রেসক্লাব থেকে অনশনকারীদের চলে যাওয়ার নির্দেশ

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেসক্লাব থেকে অনশনকারীদের চলে যাওয়ার নির্দেশ

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : জাতীয়করণের এক দফা দাবিতে গত ২১ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও পরে আমরণ অনশন পালন করে আসা বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগেই তাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ ছাড়া বুধবার সকাল থেকে কোনো সংগঠনকে মাইক ব্যবহার করতে দিচ্ছে না পুলিশ।

এ বিষয়ে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, ‘গত রাতেই আমাদের নিরাপত্তার কারণ দেখিয়ে চলে যাওয়ার কথা বলে পুলিশ। আমরা এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি। এ ছাড়া এখানে অন্য দুই গ্রুপ অনশন পালন করছে। তারা চলে গেলে আমরাও যাব।’

তিনি বলেন, ‘আমাদের বুধবার দুপুর ১টার মধ্যে চলে যেতে বলা হয়েছে। তবে আমাদের কিছু শিক্ষক প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছেন। তারা আসার পরে সিদ্ধান্ত নেব।’

তিনি জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং আমাদের ওপর যদি কোনো হামলা হয়। কিংবা কোনো হামলাকারী যদি আমাদের মধ্যে অবস্থান নেয়- এ জন্য এখান থেকে সড়ে যেতে বলা হয়েছে।’

এ বিষয়ে শাহাবাগ থানার পুলিশ কর্মকর্তা শেখ আবুল বাশার বলেন, ‘আমরা কাউকে এখান থেকে চলে যাওয়ার জন্য চাপ দেইনি। তাদের নিরাপত্তার জন্যই আপাতত এখান থেকে সরে যেতে বলেছি। পরবর্তী সময়ে তাদের যদি প্রয়োজন হয় তাহলে আবার বসেবে।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। এ মামলার অন্যতম আসামি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/নাসির/ইভা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়