ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ইকোনমিক অ্যাসোসিয়েশনের ২০১৮-১৯ মেয়াদের নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন। নতুন নির্বাহী কমিটির সভাপতি পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান কাজী জাহাঙ্গীর আলম এবং মহাসচিব পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব ফরিদ আজিজ নির্বাচিত হয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি এনইসি সম্মেলন কক্ষে বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩৯৮ জন ভোটারের মধ্যে ৩৪০ জন ভোট দেন।

নতুন কমিটির মহাসচিব জানান, ইকোনমিক ক্যাডারের বিদ্যামান সমস্যাবলি নির্বাচনী ইশতিহার অনুসারে দ্রুত বাস্তবায়নের কর্মপরিকল্পনার মধ্য দিয়ে কমিটি তাদের কার্যক্রমে অগ্রসর হবে। নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. লুৎফর রহমান তরফদার, মো. জাকির হোসেন, শ্রীনিবাস দেবনাথ, সৈয়দ মামুনুল আলম, এ কে এম আবদুল্লাহ খান। এ ছাড়া মো. মাহমুদুর রহমান কোষাধ্যক্ষ, তানভীর বাশার, মো. হাবিবুল ইসলাম, মো. আল-আমিন সরকার, নূর আহমদ ও মো. ফজলুর রহমান যুগ্ম মহাসচিব, গাজী শরিফুল হাসান সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক, নিশাত জাহান মহিলাবিষয়ক সম্পাদক, কামরুল ইসলাম প্রচার সম্পাদক, জয়নাল মোল্লা সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া দপ্তর সম্পাদক, নওশের আহমদ সিকদার গবেষণা ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়