ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

স্পিকারের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পিকারের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপিয়ান পার্লামেন্টের ৫ সদস্য বিশিষ্ট দক্ষিণ এশিয়া সম্পর্কিত সংসদীয় প্রতিনিধিদল।

মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে তারা সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, রোহিঙ্গা ইস্যু, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিষয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের সময়ে সীমান্ত খুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মোচন করেছেন মানবতার নবদুয়ার, স্থাপন করেছেন মানবতার অনন্য দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুতে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। পাঁচ দফা প্রস্তাবের ভিত্তিতেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

এ সময় স্পিকার রোহিঙ্গা সমস্যা নিয়ে বিশ্ব জনমত গড়তে ইইউভুক্ত দেশসমূহের জোরালো ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের প্রধান জেন লিমবার্ট রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবর্তনের ক্ষেত্রে ইউরোপিয়ান পার্লামেন্ট বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন।

ইইউ ও বাংলাদেশের সম্পর্ক ভবিষতে আরো সুদৃঢ় হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের অপর চার সদস্য হলেন- জেমস নিকোলসন, রিচার্ড করবেট, ওয়াজিদ খান ও সাজ্জাদ করিম।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়