ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রাক্তন সাংসদ আব্দুর রব চৌধুরী আর নেই

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাক্তন সাংসদ আব্দুর রব চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুর রব চৌধুরী আর নেই।

রোববার সকাল ৯টায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর গুলশানে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গন ও বাদ আসর গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

আবদুর রব চৌধুরী লক্ষ্মীপুর-৪ আসন থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হন। তিনি প্রাক্তন সচিব এবং আইনজীবী ছিলেন।

তাঁর মৃত্যুতে বেসরকারী সংস্থা ডর্‌প এর প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান, রামগতি উপজেলা সমিতি, ঢাকা-এর সভাপতি-মো. মেশকাত উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক-মো. নাজিম উদ্দিন ও ট্রেজারার মো. নজরুল ইসলাম, গভীর শোক প্রকাশ করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়