ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল উত্থাপন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল উত্থাপন

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল, ২০১৮ সংসদে উত্থাপন করা হয়েছে।

রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সভাপতি জাহিদ আহসান রাসেল বিলটি উস্থাপন করেন।

বিলে ঢাকার সাভার উপজেলায় শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট স্থাপনের বিধানের প্রস্তাব করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান করে ইনস্টিটিউট পরিচালনার জন্য ২১ সদস্যের নির্বাহী কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়।

ইনস্টিটিউটের কার্যাবলী, পরিচালনা ও প্রশাসন, নির্বাহী কাউন্সিলের সভা, ক্ষমতা ও কার্যাবলী, একাডেমিক কাউন্সিল গঠন এবং এর দায়িত্ব ও কার্যাবলী, ডিগ্রি প্রদানের ক্ষমতা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ক্ষমতা, ইনস্টিটিউটের রেজিস্ট্রার নিয়োগ, কর্মচারী নিয়োগ, কমিটি গঠন, তহবিল, বাজেট, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, প্রতিবেদন পেশ ও বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়