ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শান্তিরক্ষীতে সশস্ত্র বাহিনীর ৬ হাজার ৩৪১ সদস্য

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শান্তিরক্ষীতে সশস্ত্র বাহিনীর ৬ হাজার ৩৪১ সদস্য

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সশস্ত্র বাহিনীর ৬ হাজার ৩৪১ জন সদস্য কর্মরত রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীর ৫ হাজার ৪৯৭ জন, নৌবাহিনীর ৩৪১ জন এবং বিমানবাহিনীর ৫০৩ জন সদস্য রয়েছেন।

রোববার জাতীয় সংসদে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর করা এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক সংসদকে জানান, সেনাবাহিনীর পাঁচ হাজার ৪৯৭ জন শান্তিরক্ষী বিশ্বের আটটি দেশে নিয়োজিত রয়েছেন। শান্তিরক্ষী মিশনে নৌবাহিনীর ৩৪১ জন বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন।

তিনি বলেন, বিমান বাহিনীর দুইজন নারী বৈমানিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ডিআর কঙ্গোতে নিয়োজিত রয়েছে। নারী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের উপস্থিতি বাংলাদেশের ভাবমূর্তি বিশেষভাবে উজ্জ্বল করেছে।

আনিসুল হক বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাফল্য অর্জনের ক্ষেত্র হিসেবে কম্বোডিয়া, মোজাম্বিক, সিয়েরা লিয়ন, সুদান, আইভরি কোস্ট ও লাইবেরিয়া উল্লেখথযোগ্য। এর মধ্যে বাংলাদেশের অবদানকে সম্মান জানিয়ে সিয়েরা লিয়ন বাংলা ভাষাকে তাদের অফিসিয়াল ভাষা হিসেবে ঘোষণা করেছে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়