ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্ব ঘুরে দেখার নেশা ছিল বরিশালের পিয়াসের

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৬, ১৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব ঘুরে দেখার নেশা ছিল বরিশালের পিয়াসের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :  বিশ্ব ঘুরে দেখার নেশা ছিল বরিশালের পিয়াস রায়ের। গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ থেকে ফাইনাল পরীক্ষা দেওয়ার পর তাই নেপাল ভ্রমণে গিয়েছিলেন তিনি।

বরিশাল নগরীর গফুর সড়কের মধুকাঠি ভবনের বাসিন্দা পিয়াস। তার বাবা ঝালকাঠির নলছিটির চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুখেন্দ্র বিকাশ। পিয়াসের পরিবারের সদস্যরা এখনো জানেন না পিয়াস বেঁচে আছেন কি না। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে এ দুর্ঘটনায় হতাহতদের যে তালিকা প্রকাশ করেছে তাতে নিহতের তালিকায় পিয়াস রায়ের নাম রয়েছে।
 


সে নেপালে যাওয়ার জন্য বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকা যায়। লঞ্চে এগিয়ে দিতে গিয়ে শেষবারের মতো দেখা হয় তার বাবার সঙ্গে। এরপর ইউএস বাংলার ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে যাত্রা। বিকালে পরিবারের সদস্যরা জানতে পারেন নেপালের বিমান দুর্ঘটনার কথা।

পিয়াস দুই ভাইবোনের মধ্যে বড়। ছোট বোন শুভ্রা রায় বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।



রাইজিংবিডি/ বরিশাল/ ১৩ মার্চ ২০১৮/ জে খান স্বপন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়