ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মালিতে নিহত চার শান্তিরক্ষীর সেনানিবাসে জানাজা সম্পন্ন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ১৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালিতে নিহত চার শান্তিরক্ষীর সেনানিবাসে জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শহীদ বাংলাদেশের চার সেনা সদস্যদের জানাজা সম্পন্ন হয়েছে। নিহতরা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন।

শুক্রবার ঢাকা সেনানিবাসের ১৩ এমপি ইউনিটের ‘চপার্স ডেন’-এ তাদের জানাজা হয়।

জানাজায় সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং মিনুসমা ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল আমাদু কেনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।  এরপর মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়।



নিহত চার সেনাসদস্য হলেন-ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজি. আর্টি.) ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি. আর্টি.), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি), সৈনিক (পাচক) জামাল, চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।

গত ২৮ ফেব্রুয়ারি মালির দোয়েঞ্জায় সন্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়। আহত হয় আরো চারজন।

৭ মার্চ মালির বামাকোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের যথাযোগ্য মর্যাদায় সম্মান প্রদর্শন করে জাতিসংঘ। গতকাল বৃহস্পতিবার তাদের মরদেহ ঢাকায় পৌঁছায়।




রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়