ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নেপালে বিমান বিধ্বস্ত : একই পরিবারের তিনজন ঢামেকে

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেপালে বিমান বিধ্বস্ত : একই পরিবারের তিনজন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক : নেপালে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত একই পরিবারের তিনজনকে ঢাকায় আনা হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কেবিনে নেওয়া হয়েছে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন। আহত তিনজন হলে- স্বর্না, মেহেদি ও অ্যানি।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে হজরত শাহজালাল (র.) বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে ওই তিনজনকে ঢামেক হাসপাতালে আনা হয়।

এর আগে গত বৃহস্পতিবার শাহরিন (২৯) নামের একজনকে ঢামেক হাসপাতালে আনা হয়। তাকে ঢামেকের বার্ন ইউনিটের ভিআইপি-২ কেবিনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শাহরিন ভালো আছে। তার দুই পায়ের ৭ শতাংশ পুড়েছে।

সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান ৬৭ যাত্রী ও চারজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। এতে ৫০ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৮/সাওন/নূর/বি চৌধুরি/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়