ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিমান দুর্ঘটনা প্রতিরোধে ৬ দফা দাবি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩১, ১৭ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমান দুর্ঘটনা প্রতিরোধে ৬ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক : বিমান দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ সরকারের  কা‌ছে ছয় দফা দা‌বি জা‌নি‌য়ে‌ছেন ন্যাপ ভাসানী ও গণ‌মোর্চা নামে দুটি সংগঠন।

শ‌নিবার   জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে এক মানববন্ধ‌নে সংগঠন দুটির নেতারা এ দাবি জানান।

বক্তারা বলেন, ফ্লাইট সেফ‌টি ও উ‌ড়োজাহাজ রক্ষাণা‌বেক্ষ‌ণে স‌র্বোচ্চ গুরুত্ব দিতে হবে ও কা‌রিগ‌রি দক্ষতা বাড়া‌তে হবে।

আন্তর্জা‌তিকমা‌নের প্র‌শিক্ষণ কেন্দ্র গ‌ড়ে তুল‌তে হ‌বে।

বি‌দে‌শে অব‌স্থিত দুর্ঘটনা প্রবণ বিমানবন্দরগু‌লো প‌রিত্যাগ করা।

দে‌শের অভ্যন্ত‌রে অব‌স্থিত সব বিমানবন্দ‌রে স‌র্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, বার্ন ইউ‌নিট, ট্রমা সেন্টারসহ বি‌শেষা‌য়িত হাসপাতাল বিমানবন্দ‌রের কাছাকা‌ছি গ‌ড়ে তুল‌তে হ‌বে।

এসময় নেপা‌লের ত্রিভুব‌ন বিমানবন্দ‌রে ইউএস বাংলার বিমান বিধ্ব‌স্তের ঘটনায় শোক প্রকাশ ক‌রে বক্তারা  ব‌লেন,‌নেপা‌লের বিমানবন্দর‌টি বহু আ‌গেই  দুর্ঘটনা কব‌লের আওতায় ছি‌লো। এর আ‌গে বহু বিমান এখা‌নে ধ্বংস হ‌য়ে‌ছে । তাই সরকা‌রের কা‌ছে দাবি যতক্ষণ ওই বিমানবন্দর ঢেলে না সাজাই ততক্ষণ সেখানে কোনো বিমান অবতরণ না করানো।

মানববন্ধ‌নে ন্যাপ ভাসানীর  ‌চেয়ারম্যান এম এ ভাসানী, গণমোর্চা সমন্বয়কারী মোহাম্মদ মাসুম, কাজী আমানউল্লাহ মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়