ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বঙ্গবন্ধু থাকলে উন্নত বিশ্বের কাতারে থাকতাম’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বঙ্গবন্ধু থাকলে উন্নত বিশ্বের কাতারে থাকতাম’

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বলেছেন, স্বাধীনতা অর্জনের ৪৭ তম বছরে আমরা জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ সম্মান অর্জন করেছি। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আমরা উন্নত বিশ্বের কাতারে থাকতাম।

শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এল জি)  আয়োজিত ‘উন্নয়নের গতি ধারায় বাংলাদেশ : প্রত্যাশা, প্রাপ্তি ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন।

এন আই এল জির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তপন কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এন আই এল জির পরিচালক মোঃ ইয়াহ ইয়া ভুইয়া, বিআরবির মহাপরিচালক মুহম্মদ মউদুদ উর রশীদ সফদার।

জাফর আহমেদ খান বলেন, ‘জনশক্তি অমাদের সব চেয়ে বড় সম্পদ। যথাযথ প্রশিক্ষণ প্রদান করলে এদের হাত দিয়ে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে আসীন হবে।’

বাংলাদেশের ভবিষ্যত সম্ভাবনা নিয়ে আলোকপাতকালে সচিব বলেন, ‘২০৩০ সালে আমরা দারিদ্রমুক্ত দেশে পরিণত হব, ২০৫০ সালে আমাদের জি ডি পি কানাডাকেও ছাড়িয়ে যাবে।’

এ অর্জনকে টিকিয়ে রাখতে স্থানীয় সরকার ব্যবস্থার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে ষাট হাজারেরও অধিক জন প্রতিনিধি যাতে  অধিকতর কার্যকর  ভূমিকা রাখতে পারেন তার জন্য  গুণগত প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করা হবে বলে তিনি জানান।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনের জন্য সরকারি, বেসরকারি সকল পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে টেকসই ব্যবস্থাপনা প্রয়োগের আহ্বান জানান।

জাতিসংঘ নির্ধারিত মানদণ্ড অনুযায়ী উন্নয়নশীল দেশে উত্তরণের শর্তাবলী পূরনের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ভূমিকা নিয়ে বক্তারা আলোকপাত করেন। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়