ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিশরে সন্ত্রাসী হামলা, ৮ সেনাসহ নিহত ২২

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিশরে সন্ত্রাসী হামলা, ৮ সেনাসহ নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের সিনাইয়ে একটি সামরিক চেক পয়েন্টে সন্ত্রাসী হামলায় আট সেনা সদস্যসহ ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ সেনা সদস্য।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার জঙ্গিরা চেক পয়েন্টে বিস্ফোরক ও গ্রেনেড নিয়ে হামলা চালালে উভয় পক্ষের লড়াইয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গত মাসে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর মিশরীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এটি সিবচেয়ে বড় হামলা। আল-সিসি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মিশরের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য কাজ করার প্রতিশ্রিুতি দিয়েছিলেন।

মিশরে জরুরি অবস্থার মেয়াদ আরো বৃদ্ধির ঘোষণার কয়েক ঘণ্টা পর সিনাইয়ে এ হামলার ঘটনা ঘটল। এক বছর আগে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিরা খুব ভোরে চেক পয়েন্টে হামলা চালায়। চার জঙ্গি প্রথমে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। এতে চার সেনা সদস্য নিহত এবং ১৫ জন আহত হয়।

প্রেসিডেন্ট সিসি ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিশরীয় বাহিনীকে উত্তরাঞ্চলীয় সিনাই উপদ্বীপে জঙ্গিদের বিরুদ্ধে লড়তে হচ্ছে।

 



গত বছরের নভেম্বরে উত্তর সিনাইয়ে একটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট সিসি সামরিক বাহিনীকে তিন মাসের মধ্যে জঙ্গিদের পরাস্ত করার নির্দেশ দিয়েছিলেন। ওই হামলায় তিন শতাধিক লোক নিহত হয়।

এ বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে সিসি দ্বিতীয় দফা মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনের আগের মাসে সামরিক বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছিল।

এর আগে মিশরের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, গত এক সপ্তাহে তাদের অভিযানে ২৭ জঙ্গি নিহত হয়েছে।এএফপির বরাতে বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, মিশরীয় বাহিনী দাবি করেছে জঙ্গি গোপন অবস্থানে বিমান হামলায় ছয়জন নিহত হয়। ১২ জন মারা যায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে। তবে বাকী নয়জন কিভাবে মারা যায় তা বলা হয়নি।

এছাড়া নিরাপত্তা বাহিনী ১১৪ জন জঙ্গিকে গ্রেপ্তার এবং তাদের প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দেয় বলে জানিয়েছে।তবে এসময় কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে তা বলা হয়নি।

এদিকে সেনাবাহিনী সূত্রে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি থেকে এ এপর্যন্ত তাদের অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এ সময় লড়াইয়ে ২২ সেনাসদস্য প্রাণ হারিয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৮/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়