ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিরাপত্তা চান আন্দোলনকারীরা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপত্তা চান আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক : ডিবি কার্যালয়ে তুলে নেওয়ার পর নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। তারা সরকারের কাছে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছেন।

সোমবার ডিবি কার্যালয় থেকে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সমানে সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি জানান পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে ডিবি কার্যালয় থেকে ফিরে আসা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, রাশেদ খান ও ফারুক বক্তব্য রাখেন।

এর আগে রাজধানীর চাঁনখারপুল এলাকা থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই তিন নেতাকে একটি মাইক্রোবাসে তুলে নেয় সাদা পোশাকের ডিবি পুলিশ। এর কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়