ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রতি বিভাগে নারী-পুরুষের আলাদা সেফ হোম করার সুপারিশ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতি বিভাগে নারী-পুরুষের আলাদা সেফ হোম করার সুপারিশ

সচিবালয় প্রতিবেদক : সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রতি বিভাগে পুরুষ ও নারীদের জন্য আলাদাভাবে একটি করে সেফ হোম করার সুপারিশ করা হয়েছে।

রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, মনোরঞ্জন শীল গোপাল, বেগম আয়েশা ফেরদাউস, শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল মতিন এবং বেগম লুৎফা তাহের সভায় অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সভায় ১৯৯৭ সালে প্রকল্পে নিয়োগকৃত কর্মকর্তাদেরকে ২০০২ সালে আত্তীকরণ করা হয়েছে এবং ২০০৬ সালে নিয়োগকৃত কর্মকর্তাদের মধ্যে ন্যায়বিচারের ভিত্তিতে পদোন্নতি দেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সভায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী বিভাগে একটি করে ‘প্রতিবন্ধী পুনর্বাসন প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়