ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইরান পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে থাকতে বললেন ম্যাক্রো

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ২৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরান পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে থাকতে বললেন ম্যাক্রো

আন্তর্জাতিক ডেস্ক : ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বেরিয়ে না যেতে অনুরোধ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, ‘এর চেয়ে ভালো কোনো পথ এখন নেই।’

সোমবার সকাল থেকে শুরু হতে যাওয়া তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে রোববার সন্ধ্যায় ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইমানুয়েল ম্যাক্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ অনুরোধ জানান।

ম্যাক্রো ফক্স নিউজকে জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর ফের অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তার কাছে ইরান পরমাণু চুক্তি নিয়ে কোনো ‘প্ল্যান বি’ (দ্বিতীয় পরিকল্পনা) নেই। তবে বিকল্প সেরা পথ খুঁজে পাওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের উচিত হবে এই চুক্তিতে অবস্থান করা।

ম্যাক্রো বলেন, ‘এই ফ্রেমওয়ার্কই চলতে থাকুক। কারণ এটি উত্তর কোরিয়ার পরিস্থিতির চেয়ে উন্নত।’

ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন যে, ইরানের পরমাণু কর্মসূচিতে কঠোরতা আরোপ করা না হলে তিনি দেশটির সঙ্গে পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসবেন।

তথ্য : বিবিসি

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়