ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লিটন কীর্তিতে ড্রয়ের পথে ওয়ালটন-ইসলামী ব্যাংকের ম্যাচ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিটন কীর্তিতে ড্রয়ের পথে ওয়ালটন-ইসলামী ব্যাংকের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক : হতে হতেও হলো না। বাংলাদেশকে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ানের জন্য আরেকটু অপেক্ষা করতে হবে।

রকিবুল হাসান বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান। নাসির হোসেন এ মৌসুমেই করেছিলেন ২৯৫ রান। এর আগে মার্শাল আইয়ুব ২৮৯, মোসাদ্দেক ২৮২ করেছিলেন। আজ লিটন আটকে গেলেন ২৭৪ রানে। মাত্র ২৬ রানের আফসোস। তবুও ৮ ঘন্টা ১৬ মিনিট ক্রিজে থেকে লিটন যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন তা প্রশংসিত হচ্ছে সর্বমহলে।

লিটনের ২৭৪ রানের ইনিংসে ভর করে ইসলামী ব্যাংক ইস্ট জোন ওয়ালটন সেন্ট্রাল জোনকে কড়া জবাব দিয়েছে। প্রথম ইনিংসে ওয়ালটন করেছিল ৫৪৬ রান। জবাবে বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে ইসলামী ব্যাংকের সংগ্রহ ৬ উইকেটে ৫৯২ রান। লিটনের ২৭৪ রানের সাথে আফিফ হোসেনও দারুণ ব্যাটিং করেছেন। বাঁহাতি এ ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ক্যারিয়ার সর্বোচ্চ ১৪২ রান। দুই ব্যাটসম্যানকেই সাজঘরে পাঠিয়েছেন ইলিয়াস সানী।



লিটন ২৯৩ বলে ৩৫ চার ও ২ ছক্কায় করেছেন ২৭৪ রান। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আফিফ ২২৭ বলে করেছেন ১৪২ রান। ১৫ চার ও ৫ ছক্কায় সাজিয়েছেন তার ইনিংসটিকে। এ দুই ব্যাটসম্যান বাদে আজ সাজঘরে ফিরেছেন অলোক কাপালি। তাকে ১১ রানে আউট করেছেন শুভাগত হোম।



ওয়ালটনের বিপক্ষে ৪৬ রানের লিড নিয়েছে ইসলামী ব্যাংক। জাকের আলী ৩২ ও সাইফ উদ্দিন ২৯ রানে অপরাজিত থেকে সাজঘরে ফিরেছেন।



শুক্রবার শেষ দিনে নাটকীয় কিছু না হলে বিসিএলে দুই দলের শেষ রাউন্ডের ম্যাচটি ড্র হতে যাচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়