ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাহাঙ্গীরের পক্ষে প্রচারে আজমত উল্লাহ

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাহাঙ্গীরের পক্ষে প্রচারে আজমত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে প্রচারে নেমেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রাথী জাহাঙ্গীর আলম এবং আজমত উল্লাহ খান একই প্ল্যাটফর্ম থেকে ‘নৌকা’য় ভোট দেওয়ার আহ্বান জানান। দুই নেতাকে একসঙ্গে প্রচারে পেয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আজমত উল্লাহ খান আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ৩৮নং ওয়ার্ডের কুনিয়া বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক এলাকা থেকে প্রচারণা শুরু করেন জাহাঙ্গীর আলম। সঙ্গে ছিলেন আজমত উল্লা খান। এ সময় কয়েক হাজার নেতা-কর্মী, সমর্থক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দিতে থাকেন।

বড়বাড়ি এলাকায় পথসভায় আজমত উল্লাহ খান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচার চালাচ্ছেন। তাদের এই বিশাল মিছিল বলে দেয় আগামী ১৫ মে নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত।

তিনি বলেন, ‘‘নৌকা তথা জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি।’’ পরে দক্ষিণ খাইলকুর বাহার মার্কেটের সামনে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যদের মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মহিউদ্দিন মহিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান। ওই নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক এম এ মান্নানের কাছে লক্ষাধিক ভোটে পরাজিত হয়েছিলেন। এবারও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম ছিলেন। কিন্ত দলীয় মনোনয়ন পান জাহাঙ্গীর আলম।



রাইজিংবিডি/গাজীপুর/২৬ এপ্রিল ২০১৮/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়