ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সিটি করপোরেশনের লোকজন ময়লা নিতে গিয়ে ডাস্টবিনে নবজাতককে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

শনিবার বিকেল পর্যন্ত চিকিৎসকদের নিবীড় পর্যবেক্ষণে ছিল নবজাতকটি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নবজাতকটিকে নিয়ে আসেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘শনিবার ভোরে সিটি করপোরেশনের লোকজন ময়লা পরিষ্কার করতে গিয়ে নবজাতকটিকে দেখতে পান। পরে জনতা হাউজিংয়ের পাশের ডাস্টবিন থেকে তাকে উদ্ধার করা হয়।’

ঢামেকের চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটির ওজন সাড়ে ৩ কেজি। তার অবস্থা ভালো। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কে বা কারা তাকে রেখে যায় তা জানা যায়নি।



রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়