ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে নিহত ১৬

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের বেনারসে একটি নির্মাণাধীন ফ্লাইওভার ধসে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। ‍ধ্বংসস্তুপের নিচে আরো বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, ফ্লাইওভারের দুটি পিলার ধসে পড়েছিল। এসময় পিলারগুলোর ইট-সুড়কি নিচ দিয়ে যাতায়তরত গাড়ি ও বাসের ওপর পড়ে। ধ্বংসস্তুপের নিচে যারা চাপা পড়েছে তারা অধিকাংশই নির্মাণ শ্রমিক।

খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে ছুটে গেছে জাতীয় দুর্যোগ প্রশমন বিভাগের কর্মীরা। ওই এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।

মুখ্যমন্ত্রী যোগী আাদিত্যনাথ তার দুই মন্ত্রীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়