ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে তলোয়ার হামলা, নিহত ৫

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ১৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে তলোয়ার হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রার একটি পুলিশ স্টেশনে সামুরাই তলোয়ার নিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। বুধবার এ ঘটনায় চার হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। এছাড়া এক পুলিশ সদস্য হামলাকারীদের তলোয়ারের আঘাতে খুন হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র সেতিও ওয়আসিসতো জানিয়েছেন, হামলাকারীরা একটি গাড়ি নিয়ে পুলিশ স্টেশনের প্রবেশ পথে হামলা চালায়। এরপর তারা গাড়ি থেকে বের হয়ে থানার ভেতরে প্রবেশ করে কর্মকর্তাদের ওপর হামলা চালাতে শুরু করে। পুলিশ সন্দেহভাজন চার জঙ্গিকে গুলি করে হত্যা করেছে। গাড়ির চালককে আটক করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আরো এক হামলাকারীকে আটক করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাকারীদের গাড়িটিতে বিস্ফোরক আছে কিনা জানতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, সন্ত্রাসীগোষ্ঠি ইসলামিক স্টেট তাদের সংবাদমাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে।

এর আগে রোববার ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় যুগপৎ তিনটি চার্চে একই পরিবারের ছয় সদস্য আত্মঘাতী হামলা চালায় । হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। এর পরের দিনই সুরাবায়ায় পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলা চালায় পাঁচজনের একটি পরিবার। এতে ছয়জন সাধারণ নাগরিক ও চারজন পুলিশ আহত হন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়