ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা ছড়িয়ে পড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাতে পারে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ওলে ইলুংগা কালেংগা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চলতি মাসের প্রথম দিকে ১০ লাখ লোকের শহর এমবানদাকাতে প্রথম ইবোলা রোগীকে শনাক্ত করা হয়। রাজধানী কিনশাশায় যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ পথ হচ্ছে এই শহরটি।

এ পর্যন্ত ৪২ জন ইবোলোয় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে ২৩জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

ইবোলা হচ্ছে ভাইরাসজনিত রোগ। ভাইরাস সংক্রমণের দুই থেকে তিন সপ্তাহ পর জ্বর, গলা ব্যথা, পেশীর ব্যথা ও মাথা ধরা দেখা দেয়। এরপরই গা গোলানো, বমি ও ডায়রিয়া হয় এবং সাথে লিভার ও কিডনির কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে। শেষ পর্যন্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হলে রোগীর মৃত্য হয়।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাব ঘটে। এতে ওই অঞ্চলে ১১ হাজার ৩০০ লোকের মৃত্যু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা পিটার সালামা জানিয়েছেন, এমবানদাকাতে ইবোলা ছড়িয়ে পড়ার মানে হচ্ছে, এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ‘প্রাদুর্ভাবের ক্ষেত্রে এটা বিষয়।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়