ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তরুণী অভিযোগ করলেই রনির বিরুদ্ধে ব্যবস্থা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তরুণী অভিযোগ করলেই রনির বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে শনিবার রাতে প্রাইভেটকারে তুলে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এখনো মামলা হয়নি। তবে রোববার বিকেল পর্যন্ত অভিযুক্ত রনি হককে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিজি বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘মেয়েটির অবস্থান জানা গেছে। তারা থানায় আসছে। এসে অভিযোগ করবেন। এরপরই রনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তাকে (রনি) কেন আদালতে হাজির করা হয়নি? এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘দেখেন, তাকে জনতা আটক করে থানায় দিয়েছে। কিন্তু কেউ তো এখন পর্যন্ত অভিযোগ করেনি। এ কারণে আদালতে হাজির করা হয়নি। তবে অভিযোগ হলেই সোমবার রনিকে আদালতের হাজির করা হবে।’

থানা পুলিশ জানায়, শনিবার রাতে রনিকে আটক করে বেধড়ক মারধরের পর শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। ঘটনার দিন রাতে কলেজ গেট সিগন্যালে মদ্যপ বিবস্ত্র রনিকে আটক করে জনতা। ওই সময় প্রাইভেটকারের ভেতরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করছিল সে। তার হাত থেকে বাঁচতে তরুণী ধস্তাধস্তি করছিলেন। এ দৃশ্য দেখে লোকজন এগিয়ে গিয়ে রনির প্রাইভেরকারটি আটক করে। এরপর জনতা গাড়ির ভেতর থেকে আক্রান্ত তরুণী, অভিযুক্ত রনি ও তার গাড়িচালককে বের করে আনেন।

তরুণী অভিযোগ করেন, ‘তাকে রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা করা হয়। এরপর জনতা রনি ও গাড়িচালককে মারধর করে। ওই রাতেই রাফি আহমেদ নামে এক ব্যক্তি ঘটনার বিবরণসহ একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।’



রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়