ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার পুলিশ সুপারের

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার পুলিশ সুপারের

গোপালগঞ্জ প্রতিনিধি : খুলনা জেলায় নব-নিযুক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেছেন, খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে তার প্রথম ও প্রধান কাজ। সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।

আজ রোববার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

এস এম শফিউল্লাহ বলেন, প্রত্যেকটি থানায় পুলিশের মানবিক আচরণ নিশ্চিত করা, থানাকে স্বস্তিদায়ক সেবাকেন্দ্রে রূপান্তর করা, সর্বোপরি পুলিশ কল্যাণকর সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, সেটি নিশ্চিত করা হবে। সামাজিক অংশীদারিত্বের ভিত্তিতে মাদক ও ইভটিজিংসহ সামাজিক ব্যাধি নির্মূল করতে তারা সচেষ্ট থাকবেন।

দায়িত্ব গ্রহণ করে বিকেলে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১০ জুন ২০১৮/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়