ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঈদের আগে ট্রেনে স্বস্তির যাত্রা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের আগে ট্রেনে স্বস্তির যাত্রা

নিজস্ব প্রতিবেদক : ট্রেনে করে স্বস্তিতে গ্রামের বাড়িতে ফিরছেন ঘরমুখো মানুষ। না আছে অতিরিক্ত ভিড়, ঠেলাঠেলি করে গাড়িতে ওঠা, সর্বোপরি কোনো ধরনের সিডিউল বিপর্যয় ছাড়াই ট্রেনগুলো সোমবার স্টেশন ত্যাগ করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তিন নম্বর প্লাটফর্মে সিল্কসিটি এক্সপ্রেস অপেক্ষা করছিল রাজশাহী ছেড়ে যাওয়ার জন্য। নির্দিষ্ট সময়ে ট্রেনটি আসামাত্রই অপেক্ষমাণ যাত্রীরা ট্রেনে উঠছিলেন।

ফার্মগেট থেকে আসা শান্তা রাইজিংবিডিকে বলেন,  ‘স্বামী একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। তার যেতে এ কারণে দেরি হবে। কিন্তু আগে গেলে ভালোভাবে যাওয়া যায়। মূলত এ কারণে দুই সন্তানকে  নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। তেমন কোনো ঝামেলাও পোহাতে হয়নি।’

একই ট্রেনের যাত্রী সুমাইয়া হক বলছিলেন, ‘আগে থেকে অগ্রিম টিকিট কেটে রেখেছিলাম। প্রতিবারই গ্রামের বাড়িতে ঈদ করি। এ যে কি আনন্দের তা ভাষায় বলতে পারবো না।’

স্টেশন থেকে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত কমলাপুর থেকে ৪৪টি ট্রেন নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে। এর মধ্যে যমুনা এক্সপ্রেসটি ২০ মিনিট পরে ছেড়ে যায়।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ট্রেন ধরতে স্টেশনে আসামাত্র প্লাটফর্মে প্রবেশ করছিলেন। এর মধ্যে নারী-পুরুষের সংখ্যাই ছিল বেশি। তবে তাদের নিরাপত্তায় র‌্যাব-পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর ছিলেন।

কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী রাইজিংবিডিকে বলেন, ‘আগামী ১৩ জুন থেকে ভিড় বাড়বে। কেননা ওই সময় থেকেই ঈদের ছুটি শুরু হবে। যাত্রী পরিবহনে বাংলাদেশ রেলওয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়