ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘নেত্রীকে বিশেষায়িত হাসপাতালে নিন, খরচ আমাদের’

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নেত্রীকে বিশেষায়িত হাসপাতালে নিন, খরচ আমাদের’

জ্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে এজন্য সব খরচ ‘প্রয়োজনে দল বহন করবে’ বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলটির শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা দেশনেত্রীর উপযুক্ত চিকিৎসা চাই বলে আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই যে, প্রয়োজনে চিকিৎসার সমুদয় ব্যয় আমাদের দল বহন করবে। আমরা দাবি করছি, কালবিলম্ব না করে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিসা সেবা নিশ্চিত করা হোক।’

তিনি বলেন, ‘দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে সচিবালয়ে গেছেন। তার চিকিৎসার সমুদয় খরচ পরিবারের পক্ষ থেকে বহন করবে বলে সেই আবেদন নিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। আর আমরা কেন্দ্রীয় কার্যালয় থেকে বলছি, আমাদের দলের চেয়ারপারসনের চিকিৎসার সব খরচ দল বহন করবে।’

১/১১ এর সময়ে কারাবন্দি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ওই সময় তাকে (শেখ হাসিনা) স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিলো। অথচ তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, দেশের নির্বাচিত রাষ্ট্রপতি ও সাবেক সেনাবাহিনীর প্রধানের স্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাইভেট হাসপাতালে চিকিৎসার ব্যাপারে সরকারি অনুমোদন ও অর্থ সংস্থানের ব্যাপারে এতদিনের সিদ্ধান্ত না হওয়া রহস্যজনক ও নিন্দনীয়।

তিনি বলেন, এখনও অনেক বন্দি বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ১/১১ সরকারের সময়ে শুধু শেখ হাসিনা নন, আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবদুল জলিল সাহেব বেসরকারি প্রাইভেট হাসপাতালে এবং আরো অন্যদের স্কয়ার, এ্যাপেলো হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

‘দেশনেত্রী যে যে ধরনের অসুস্থতায় ভুগছেন এবং সম্প্রতি যে ঘটনা ঘটেছে। তার উপযুক্ত চিকিৎসা দিতে হলে এবং তার জন্য যে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়, সেই আধুনিক যন্ত্রপাতি ইউনাইটেড হাসপাতালে আছে বলেই আমরা এই হাসপাতালে আমাদের নেত্রীকে ভর্তি করে চিকিৎসা দেওয়ার দাবি করছি’, বলেন খন্দকার মোশাররফ।

কারাগারে খালেদা জিয়ার ‘মাথা ঘুরে’ পড়ে যাওয়ার বিষয়টি কারা কর্তৃপক্ষ ও সরকার চেপে গেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, সরকারের মন্ত্রি, অ্যাটর্নি জেনারেল ও আইজি প্রিজন প্রায় ১ সপ্তাহ পরে ১১ জুন তারিখে মুখ খুললেন কেন? কেন এতদিন ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করা হল? কেন তার হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ার কারণ অনুসন্ধানের জন্য ব্যবস্থা নেওয়া হয়নি?’

‘এসব ঘটনায় স্পষ্টই বোঝা যায় যে, ক্ষমতাসীন সরকার তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে অকালে বিনা চিকিৎসায় জীবনে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে রাজনৈতিক কারণে অবহেলা কিংবা বিলম্ব করা হলে তার পরিনাম সরকারের জন্য শুভ হবে না। দেশবাসী বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তারা সরকারের অমানবিক আচরণে ক্ষুদ্ধ।’



রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়