ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কমলাপুরে ট্রেন ছাড়ছে দেরিতে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ১৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমলাপুরে ট্রেন ছাড়ছে দেরিতে

নিজস্ব প্রতিবেদক : কমলাপুর স্টেশনে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়। এ কারণে সকাল থেকেই নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছাড়তে দেরি হচ্ছে।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, লোকাল ১০টি ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্টেশন থেকে ৩০টি ট্রেন ছেড়ে গেছে। তবে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের পর স্টেশন ছেড়েছে। এর মধ্যে দুটি বিশেষ ট্রেনের দুটিই ছাড়তে দেরি হয়েছে। দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনের ছাড়ার সময় ছিল সকাল পৌনে ৯টায়। তবে তা ছেড়েছে নির্ধারিত সময়ের পৌনে একঘণ্টা পর। লালমনিরহাট ঈদ স্পেশাল ট্রেন সকাল সোয়া ৯টার পরিবর্তে ছেড়েছে ১১টায়। ট্রেন ছাড়তে দেরি করার কারণ যাত্রীদের উঠা-নামা। তাদের দু’এক মিনিটের বিড়ম্বনা পুরো ট্রেনের সিডিউলে গিয়ে পড়ছে।’

স্টেশন কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে রাজশাহী, দেওয়ানগঞ্জ, পার্বতীপুর, লালমনিরহাট ও খুলনার উদ্দেশে পাঁচটি বিশেষ ট্রেন ছেড়ে গেছে। তবে কয়েকটি ট্রেনে দেরিতে ছাড়ায় অন্যগুলোতেও সামান্য দেরি হচ্ছে ছেড়ে যেতে। রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও ১০টা ১০মিনিটে ছেড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস কমিউটার ট্রেন সকাল সাড়ে ৯টার পরিবর্তে ২০ মিনিট দেরি করে ছেড়েছে। জামালপুরের তারাকান্দি রুটের অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আধাঘণ্টা দেরি করে সকাল সোয়া ৯টায় ছেড়েছে। এছাড়া দিনাজপুরের একতা এক্সপ্রেস ২০ মিনিট দেরি করে সকাল ১০টা ২০মিনিটে ছেড়ে গেছে। আর নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও আধাঘণ্টা দেরিতে ছেড়েছে।

রংপুর এক্সপ্রেসের যাত্রী রেজওয়ানুল হক বলেন, ‘নির্দিষ্ট সময়ের চেয়ে আধাঘ্ণ্টা বেশি দেরি হয়ে গেছে। এখনও ট্রেন ছাড়েনি। কখন যে বাড়ি পৌঁছাব সে চিন্তায় ভাল লাগছে না। অথচ আমি ট্রেন ছাড়ার প্রায় ৪০ মিনিট আগে স্টেশনে এসে অবস্থান করছি।’

জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী রুবেল হোসেন বলেন, ‘আমি নির্দিষ্ট সময় আসলেও ট্রেন কিন্তু ঠিক সময় যাচ্ছে না। বসে থাকতে অনেক কষ্ট হচ্ছে।’

দুপুর দেড়টা পর্যন্ত তার ট্রেনটি প্লাটফর্মে না আসায় অনেকের চোখেমুখে চিন্তার ছাপ ছিল। আবার কেউ কেউ বলছিলেন, ট্রেনের ভেতরের অবস্থা ভাল না। সিট ভাঙা, আবার কয়েকটি সিট পেছনে কাত হয়ে আছে। সোজা হয়ে বসা যাচ্ছে না। আবার প্রথম শ্রেণিতে অনেক যাত্রী দাঁড়ানো অবস্থায় ছিলেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়