ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নয়টি কাজই খুব ভালো হয়েছে : চয়নিকা চৌধুরী

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ১৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নয়টি কাজই খুব ভালো হয়েছে : চয়নিকা চৌধুরী

চয়নিকা চৌধুরী

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি বিশেষ দিন উপলক্ষেও ভিন্ন ঘরানার নাটক উপহার দিয়ে থাকেন তিনি।  এ পর্যন্ত তিনশ সত্তরটি নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন এই নির্মাতা। বর্তমানে তিনি তিনশ সত্তরতম নাটক ‘পরশ পাথর’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ঈদুল ফিতর উপলক্ষে ‘দ্বিতীয় যাত্রার আগে’, ‘দুপুর বেলার গল্প ছোট’, ‘প্রত্যাশার চাঁদ রাত’, ‘স্বপ্ন মরুভূমি’, ‘নতুন সকাল’, ‘বিয়ের শাড়ী’, ‘সন্ধ্যার আগে’, ‘পরশ পাথর’, ‘একদিন খুঁজেছিনু যারে’ নামে নয়টি একক নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ নাটকগুলো প্রচারিত হবে। 

এ প্রসঙ্গে রাইজিংবিডির সঙ্গে কথা বলেন চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘ঈদে আমার নয়টি নাটক-টেলিফিল্ম বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। প্রত্যেকটি কাজই ভালো হয়েছে। কারণ নাটকগুলোর গল্প ও চিত্রনাট্য দারুণ ছিল। আমরা পরিচালকরা ভালো চিত্রনাট্যের জন্য এক প্রকার হাহাকার করি। শিল্পী নির্বাচনেও ভিন্নতা রেখেছি। যারা কাজ করেছেন প্রত্যেকে মেধাবী অভিনয়শিল্পী। চিত্রনাট্য অনুযায়ী নির্বাচিত শিল্পীরাই উপযুক্ত। তারা প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছেন। আর টেলিভিশন চ্যানেলগুলোও আমার নাটকগুলো সম্মানের সঙ্গে খুব ভালো সময়ে প্রচারের জন্য নির্ধারণ করেছে।’

 

‘বিয়ের শাড়ী’ নাটকের দৃশ্য

নাটকগুলোর গল্প নির্বাচন প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘গল্প আমি বাছাই করেছি। তা ছাড়া প্রযোজকরাও গল্প বাছাইয়ের ক্ষেত্রে আমার সঙ্গে আলোচনা করেছেন। এ বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে। আর নাটকগুলোর গল্প লিখেছেন- বদরুল আনাম সৌদ, ফারিয়া হোসেন, রুম্মান রশীদ খান, ইফফাত আরেফীন তন্বী ও মাসুম শাহরিয়ার। এই পাঁচজনই খুব ভালো লেখেন এবং এই নাটকগুলোও তারা খুব ভালো লিখেছেন।’

‘প্রত্যাশার চাঁদ রাত’ নাটকটি ঈদুল ফিতরের আগের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বৈশাখী টেলিভিশন চ্যানেল প্রচারিত হবে। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, শবনম ফারিয়া, মাসুম বাশার, মনিরা মিঠুসহ অনেকে। জারা প্রোডাকশনের ব্যানারে নাটকটির নির্বাহী প্রযোজক ফারিয়া হোসাইন।
 


‘পরশ পাথর’ নাটকের দৃশ্য

‘স্বপ্ন মরুভূমি’ নাটকটি ঈদের আগের দিন রাত ৯টায় এসএ টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। ফারিয়া হোসেন রচিত এ নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, আনিসুর রহমান মিলন, সাদিয়া জাহান প্রভা, কায়েস চৌধুরী প্রমুখ। নাটকটির নির্বাহী প্রযোজক আলী বশির ও তুহিন বড়ুয়া।

‘দুপুর বেলার গল্প ছোট’ নাটকটি ঈদের দিন রাত সাড়ে ৯টায় গাজী টেলিভিশনে প্রচারিত হবে। বদরুল আনাম সৌদ রচিত নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, তমালিকা কর্মকার, তাসনিয়া ফারিন, আজম খান প্রমুখ।

 

শুটিংয়ের ফাঁকে একসঙ্গে মাহফুজ আহমেদ, চয়নিকা চৌধুরী ও সুবর্ণা মুস্তাফা

ঈদের দিন রাত ১০টায় আরটিভিতে প্রচারিত হবে ‘নতুন সকাল’ নাটকটি। রুম্মান রশীদ খান রচিত এ নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নীলাঞ্জনা নীলা, ইভানা, আজম খান প্রমুখ। নাটকটির নির্বাহী প্রযোজক সাজু মুন্তাসির।

ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বৈশাখী টেলিভিশন চ্যানেলে ‘বিয়ের শাড়ী’ নাটকটি প্রচারিত হবে। ফারিয়া হোসেন রচিত এ নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, আজম খান প্রমুখ।

 

শুটিংয়ের ফাঁকে একসঙ্গে মেহজাবিন চৌধুরী, চয়নিকা চৌধুরী ও শর্মিলী আহমেদ

‘পরশ পাথর’ নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ৮টায় গাজী টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। ইফফাত আরেফীন তন্বী রচিত নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, দীপা খন্দকার, জীতু আহসান প্রমুখ।

‘দ্বিতীয় যাত্রার আগে’ নাটকটি ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে। ইফফাত আরেফীন তন্বী রচিত নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, আব্দুন নূর সজল, মেহজাবীন চৌধুরী, আজম খান এবং একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে শবনম ফারিয়াকে।

 


শুটিংয়ের ফাঁকে ফ্রেমবন্দি সুবর্ণা মুস্তাফা, চয়নিকা চৌধুরী ও তমালিকা কর্মকার  (বাঁ থেকে)
 

‘একদিন খুঁজেছিনু যারে’ টেলিফিল্মটি ঈদের সপ্তম দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে। মাসুম শাহরিয়ার রচিত এ টেলিফিল্মটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, মাহফুজ আহমেদ, নীলাঞ্জনা নীলা, আজম খান প্রমুখ।

ঈদের অষ্টম দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আরটিভিতে প্রচারিত ‘সন্ধ্যার আগে’ নাটকটি। হাসান জাহাঙ্গীর রচিত এ নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, আশনা হাবীব ভাবনা, তৌহিদুল ইসলাম, হাসান জাহাঙ্গীর প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়