ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাষ্ট্র যাচ্ছেন আইজিপি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্র যাচ্ছেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।

সোমবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বলে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়।

সোমবার বিকেলে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ও ২১ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে পুলিশ প্রধানদের এ সম্মেলন হবে। জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতেরেস এর উদ্বোধন করবেন। সম্মেলনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জ এবং জাতিসংঘ পুলিশের ভূমিকা, বিরোধ মোকাবিলা এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে পুলিশের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হবে। এছাড়া সম্মেলনে সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশের পুলিশ প্রধান (আইজিপি) জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অনন্য অবদান সম্পর্কে বক্তব্য রাখবেন। এবারের সম্মেলনে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের পুলিশ প্রধানরা অংশ গ্রহণ করবেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়