ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ট্রেনে স্বস্তিতে ঢাকা ফিরছে মানুষ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১৯ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রেনে স্বস্তিতে ঢাকা ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি শেষ। ট্রেনে বিপুলসংখ্যক মানুষ রাজধানীতে ফিরছেন। যাত্রাও ছিল স্বস্তির। মঙ্গলবার বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশনে এসে পৌঁছায়।

স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী রাইজিংবিডিকে বলেন, ‘মঙ্গলবার সকাল থেকেই ট্রেনে করে যাত্রীরা বেশি ফিরছেন। দু’একদিন পর উপচেপড়া ভিড় হতে পারে। ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে এসে পৌঁছাচ্ছে। অগ্রিম টিকিটি কেটে রাখা যাত্রীরাই বেশি ফিরছেন। আবার অনেকেই বাড়িও যাচ্ছেন।’

মঙ্গলবার দুপুরে কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে এসে ট্রেনগুলো এসে থামছে। তবে ট্রেনের ছাদে বা ইঞ্জিনে কোনো যাত্রী ছিল না। জরুরি প্রয়োজনে ফিরছিলেন বেশিরভাগ যাত্রী। তারা সিটে বসে এবং স্বাচ্ছন্দ্যে ফিরছেন বলে জামালপুর থেকে আসা রোজিনা বেগম বলছিলেন।

তিনি আরো বলেন, ‘আগে থেকেই টিকিট কাটা ছিল। এ কারণে আসতে হলো। তবে আসতে ট্রেনে কোনো ধরনের অসুবিধা হয়নি। ভালই লেগেছে।’

রংপুর এক্সপ্রেসের যাত্রী রহমত উল্লাহ বলছিলেন, আমদের তেমন কোনো অসুবিধা হয়নি। অফিস খুলে গেছেতো, এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও গ্রামে থাকতে পারিনি।’




রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়