ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শ্রীলঙ্কার নতুন অধিনায়ক লাকমল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কার নতুন অধিনায়ক লাকমল

ক্রীড়া ডেস্ক : বল টেম্পারিংয়ের অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দিনেশ চান্দিমাল। আপিল শুনানিতে তার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তাই আজ দিবাগত রাত থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিবেন পেসার সুরঙ্গা লাকমল। চান্দিমালের নিষেধাজ্ঞার কারণে তার হাতেই উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে ১৬তম টেস্ট অধিনায়ক হলেন তিনি।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া দিবারাত্রির টেস্টটি লাকমলের জন্য হতে যাচ্ছে যেকোনো ফরম্যাটে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ। মজার ব্যাপার হল গেল ২৪ মাসে ৭ জন ভিন্ন ভিন্ন খেলোয়াড় শ্রীলঙ্কা দলের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

প্রথম টেস্ট জিতে নেওয়ার পর দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে তিন ম্যাচ টেস্ট সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দিবারাত্রির এই টেস্ট জিতে শ্রীলঙ্কার সামনে সুযোগ রয়েছে সিরিজে সমতা ফেরানোর। কিন্তু বল টেম্পারিং নিয়ে তারা যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে তাতে পারবে কী এই টেস্ট জিততে?



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়