ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হলেন ফয়েজ আহম্মদ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হলেন ফয়েজ আহম্মদ

সচিবালয় প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে ফয়েজ আহম্মদকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. দিলওয়ার বখতকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা) এবং ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিনকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসর প্রদান করা হয়েছে।

সরকারি চাকরি (অব) আইন, ১৯৭৪-এর ৯ (১) ধারা অনুযায়ী, আগামী ৩০ জুন থেকে তার অবসর কার্যকর হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৮/হাসান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়