ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভিসির বাসা ভাঙচুরকারীদের গ্রেপ্তার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ১২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিসির বাসা ভাঙচুরকারীদের গ্রেপ্তার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের নয়, যারা ঢাবির ভিসির বাসা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের আইনে আওতায় আনা হচ্ছে। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রিয় ব্যক্তি, ছাত্রদের কাছে প্রিয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার বাসায় কীভাবে হামলা, কীভাবে লুটপাট হয়েছে তা সাংবাদিকদের ক্যামেরায় আছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ভিসির বাসা ভাঙচুর এবং অগ্নিসংযোগের চিত্রও আছে। অনেকের চেহারাও দেখা যাচ্ছে। তাদের বিরুদ্ধেই কেবল ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দমন না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে। মাদক ব্যবসায়ীদের তালিকা হয়েছে। তালিকা ধরেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়