ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নির্মাণাধীন সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- স্বপন (২৪) ও মাইদুল ইসলাম (২৬)। তাদের গ্রামের বাড়ি পাবনা ও রংপুরে।

শ্রমিকদের সহকর্মী শান্ত দাস বলেন, বিকেলে স্বপন ও মাইদুল সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের নবম তলার বাইরের পাশে মাচাং বেঁধে দেয়াল আস্তরণের কাজ করছিলেন। এ সময় মাচাং কাত হয়ে তারা দুজনেই নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৮/ইয়ামিন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়