ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিজিটাল সিকিউরিটি নিয়ে পেন এর গোলটেবিল শনিবার

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিজিটাল সিকিউরিটি নিয়ে পেন এর গোলটেবিল শনিবার

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আগামীকাল শনিবার গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

শুক্রবার পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘প্রেপোসড ডিজিটাল সিকিউরিটি ল: ফরদার থটস’-বিষয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে কিনোট পেপার উপস্থাপন করবেন লিগ্যাল ইকোনমিস্ট মো.  শাহজাহান সিদ্দিকী। আলোচনায় অংশ নেবেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, এমিনেন্ট জুরিস্ট প্রফেসর ড. শাহদীন মালিক, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, টিআইবির নির্বাহী পরিচালক প্রফেসর ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, পেন বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট কবি কাজী রোজী এমপি, পেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি মুহম্মদ নূরুল হুদা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংস্থার সেক্রেটারি জেনারেল ড. সৈয়দা আইরিন জামান এবং সভাপতিত্ব করবেন সংস্থার প্রেসিডেন্ট কথাসাহিত্যিক মাসুদ আহমেদ। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করবেন রিপোর্টার্স উইদাউট বডার্স-এর বাংলাদেশ করোসপন্ডেন্ট সাংবাদিক সালিম সামাদ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/সাইফ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়