ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ডা. আবুল কাশেম চৌধুরীর মৃত্যু

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডা. আবুল কাশেম চৌধুরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাইক্রোবায়েলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. মো. আবুল কাশেম চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

শুক্রবার ভোর ৬টায় এ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. মো. আবুল কাশেম চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল কাশেম চৌধুরীর নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

এদিকে অধ্যাপক ডা. মো. আবুল কাশেম চৌধুরীর মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি এক শোক বিবৃতিতে অধ্যাপক ডা. মো. আবুল কাশেম চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়