ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউরো ২০২০ খেলে অবসরে লুকাকু

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউরো ২০২০ খেলে অবসরে লুকাকু

ক্রীড়া ডেস্ক : গ্রীষ্মে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে একাই চার গোল করেছেন রোমেলু লুকাকু।

দেশটির হয়ে ইতোমধ্যেই ৭৫ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।এবার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা স্ট্রাইকার।

গত মৌসুমে এভারটন থেকে ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন লুকাকু। রেড ডেভিলসদের আক্রমণে বর্তমানে অন্যতম নির্ভরযোগ্য একজন তিনি। তবে সম্প্রতি দারুণ ফর্মে থাকলেও ইউরোপীয়ান চ্যাম্পিয়নসশিপ ২০২০ শেষ করেই জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়েছেন তিনি। ওই সময়ে তার বয়স হবে ২৭ বছর।

নিজের ভবিষ্যত নিয়ে বিজনেস ইনসাইডারকে দেওয়া সাক্ষাতকারে লুকাকু বলেন, ‘ইউরো শেষে আমার মনে হয় আমি থামবো। জাতীয় দল হিসেবে আমাদের কাছে প্রতিটি বড় টুর্নামেন্ট সেমিফাইনালের মতো হতে হবে। এরপর সেখান থেকেই আপনাকে সামনে যেতে হবে।’

লুকাকুর এমন বক্তব্যে হয়তো খুশি হতে পারে ম্যানইউর সমর্থকরা। কারণ জাতীয় দলের ঝামেলা শেষ হলে ক্লাব পর্বে পুরো মনযোগ দিতে পারবেন এ তারকা স্ট্রাইকার।



রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়