ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রানার্স-আপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রানার্স-আপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক : ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। বাংলাদেশ নারী ফুটবল দলকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাগণ। ফুটবলার ও কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি মিষ্টি মুখ করানো হয়।

বিমানবন্দরে বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘ফুটবলে খারাপ দিন যায়। ভারতের বিপক্ষে আমি মনে করি খারাপ দিন গিয়েছে। কিন্তু আমাদে মেয়েরা যে উন্নতি করেছে সেটা যারা খেলা দেখেছে তারা সবাই দেখেছে। মেয়েদের খেলা দেখে সবাই বেশ খুশি হয়েছে। শিরোপা ধরে রাখতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের মেয়েরা তাদের সেরাটা দিয়ে খেলেছে এবং তাদের পারফরম্যান্স দিয়ে ভুটানের জনগণের মন জয় করেছে।’

অধিনায়ক মারিয়া মান্ডা মনে করেন এটা তাদের জন্য নতুন শিক্ষ। নতুন অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতা তাদের আগে হয়নি, ‘আসলে ফাইনালে হারের অভিজ্ঞতা আমাদের ছিল না। ফাইনালে হারলে কেমন অনুভূতি হয়, কী হয় সেটা আমরা এর আগে জানতাম না। জিতলে আমরা আনন্দ করতাম। এবারের হারটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। নতুন শিক্ষা।’



বাংলাদেশ শিরোপা না জিতলেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সবার মন জয় করেছে। জিতেছে ফেয়ার প্লে ট্রফি। অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের স্ট্রাইকার তহুরা খাতুন। ভারতের বিপক্ষে ফাইনালে তিনি বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেননি। সেটা নিয়ে এখনো তার আপসোস হচ্ছে, ‘আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছি। তবে আমাদের দল যদি চ্যাম্পিয়ন হত তাহলে আরো খুশি হতাম। ফাইনালে আমি নিজেও অনেক মিস করেছি। তাই আমার নিজের কাছেও খারাপ লাগছে। যেগুলো অন্যান্য সময় গোল হয়েছে সেগুলো সেদিন বারে লেগে ফিরে এসেছে। দুর্ভাগ্য আমাদের।’

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে বাংলাদেশ পড়েছিল ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান ও নেপাল। প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালকে হারায় ৩-০ ব্যবধানে। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে। শনিবার অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ১-০ ব্যবধানে হেরে যায়।



এই আসরে বাংলাদেশ দলের টিম স্পন্সর ছিল ওয়ালটন গ্রুপ। এর আগে ওয়ালটন ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিল। পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন ও হংকং সফরেও তাদের পৃষ্ঠপোষকতায় ছিল।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়