ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কথাসাহিত্য নিয়ে আড্ডা

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কথাসাহিত্য নিয়ে আড্ডা

রাইজিংবিডি ডেস্ক : আগামী শুক্রবার ও শনিবার সাহিত্য, কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে মুখরিত থাকবে ঢাকা। তেমনি কয়েকটি অনুষ্ঠানের খোঁজখবর নিয়ে এ প্রতিবেদন।

জীবনীভিত্তিক উপন্যাস রচনার অভিজ্ঞতা : আগামীকাল শুক্রবার সকাল ১১টায় রাজধানীতে বাতিঘরে অনুষ্ঠিত হবে আড্ডা ‘জীবনীভিত্তিক উপন্যাস রচনার অভিজ্ঞতা’। এ আড্ডায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বজিৎ চৌধুরী, শাহাদুজ্জামান, বিনোদ ঘোষাল, সুহান রিজওয়ান। মৌটুসি বিশ্বাসের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করবেন সুমন রহমান। অনুষ্ঠানটি আয়োজন করেছে বাতিঘর।

কথাসাহিত্যে শাহাদুজ্জামান : আগামী শনিবার বিকেল ৩টা ৪৫মিনিটে রাজধানীর ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হবে ‘কথাসাহিত্যে শাহাদুজ্জামান’ শিরোনামে আলোচনা, আড্ডা ও কথামালা। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আফরোজা পারভীন, মাসউদুল হক ও হামীম কামরুল হক। সঞ্চালনা করবেন ইশরাত তানিয়া। অনুষ্ঠানটি আয়োজন করেছে সাহিত্য সংগঠন গাঁথা।

কুমার চক্রবর্তীর পাঁচ বই নিয়ে সভা : আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হবে কুমার চক্রবর্তীর পাঁচটি বই নিয়ে আলোচনা সভা। হাসান মাহমুদের সঞ্চালনায় কুমার চক্রবর্তীর ‘নির্বাচিত প্রবন্ধ’ নিয়ে আলোচনা করবেন রাজু আলাউদ্দিন, কবিতার বই ‘পাখিদের নির্মিত সাঁকো’ নিয়ে আলোচনা করবেন সৈকত হাবিব, গবেষণামূলক বই ‘অস্তিত্ব ও আত্মহত্যা’ নিয়ে আহমাদ মোস্তফা কামাল, প্রেম ও যৌনতা বিষয়ক গবেষণামূলক বই ‘উৎসব’ নিয়ে হামীম কামরুল হক এবং কবিতা বিষয়ক গদ্যের বই ‘আত্মধ্বনী’ নিয়ে আলোচনা করবেন স্বকৃত নোমান। এটি আয়োজন করেছে প্রকাশনা সংস্থা সংবেদ।




রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়