ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সার্জেন্টের বাইকের ধাক্কায় সাইকেল আরোহী আহত

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সার্জেন্টের বাইকের ধাক্কায় সাইকেল আরোহী আহত

নিজস্ব প্রতিবেদক : শুধু সাধারণ চালক নয়, কোনো পুলিশ সদস্য ট্রাফিক আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এর দুই দিনের মধ্যে উল্টোপথে গাড়ি চালিয়ে ধাক্কা দিয়ে এক সাইকেল আরোহীকে আহত করেছেন এক ট্রাফিক সার্জেন্ট।

ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ৯টায়। ঢাকার কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত গুলশানে পিযূষ নামের এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলের ধাক্কায় এক সাইকেল আরোহী গুরুতর আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আহত সাইকেল আরোহীর নাম রহমান। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তিনি জানান, সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে বিষয়টি দেখবেন। এ ঘটনায় মামলা হবে।

সার্জেন্ট উল্টোপথে এসেছিলেন কী না-সে বিষয়ে এখনো নিশ্চিত না পুলিশ। তবে ফুটেজ দেখলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান আবু বকর সিদ্দিক।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৮/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়