ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৫ লাখ ৯০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫ লাখ ৯০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ

সংসদ প্রতিবেদক : খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে দেশে ১৫ লাখ ৯০ হাজার ৪২৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে।

সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী জানান, ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ছয়টি সাইলো, ১৩টি সিএসডি এবং ৬৩৫টি এলএসডি খাদ্য গুদামে ১৩ লাখ ৪২ হাজার ৭৮৫ মেট্রিক টন চাল, ১৮ হাজার ১৪০ মেট্রিক টন ধান ও ২ লাখ ৩৫ হাজার ৮৪৯ মেট্রিক টন গম রয়েছে।

তিনি আরো জানান, চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ উৎস থেকে ১২ লাখ ২৯ হাজার ৯৫০ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ২৭ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ খাদ্যশস্য সংগ্রহ করা হবে।

সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারের জন্য প্রতিকেজি চাল ১০ টাকা শুভেচ্ছা মূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। প্রতিবছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল মাসে ৭ লাখ ৫০ লাখ মেট্রিক টন চাল দেওয়া হচ্ছে।

দরিদ্র জনগোষ্ঠীর জন্য খোলা বাজারে ওএমএস কর্মসূচির আওতায় চাল ৩০ টাকা কেজি, আটা ১৮ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়