ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইলে বিথী ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে বিথী ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে বিথী আক্তারকে (৮) ধর্ষণ ও হত্যার ঘটনায় কামরুল ইসলাম (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল আক্তার জানান, ২০১৪ সালের ১৯ মে বিকেলে  মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের আবুল কালামের আট বছরের মেয়ে বিথী আক্তার স্থানীয় আকড়াচুনা খেলার মাঠে সহপাঠীদের সাথে খেলছিল। এ সময় বখাটে কামরুল ওই শিশুটিকে লিচু খাওয়ানোর কথা বলে পাশের এক আনারস বাগানে নিয়ে যায়। সেখানে সে ওই শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখে যায়।

এ ঘটনায় ২০ মে বিথীর বাবা আবুল কালাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে কামরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। কামরুল বর্তমানে টাঙ্গাইল জেলহাজতে রয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি নাছিমুল আক্তার নাছিম। আসামি পক্ষে ছিলেন  অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।



রাইজিংবিডি/টাঙ্গাইল/১৩ সেপ্টেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়