ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যথা সত্ত্বেও খেলার জন্য প্রস্তুত তামিম

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যথা সত্ত্বেও খেলার জন্য প্রস্তুত তামিম

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপে যোগ দিতে ভিসা জটিলতার কারণে শুরুতে দলের সঙ্গে যেতে পারেননি তামিম ইকবাল। ঝামেলা কাটিয়ে মঙ্গলবার রাতে ঢাকা ছাড়েন দেশসেরা ওপেনার। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এর আগে সাংবাদিকদের তামিম জানিয়েছেন, নিজের চোটের অবস্থা ও আবর আমিরাতের খেলার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে।

ফিল্ডিং অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পেয়েছিলেন তামিম ইকবাল। আঙ্গুলে এখনো সমস্যা থাকলেও এশিয়া কাপে খেলার জন্য নিজে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দেশসেরা এ ওপেনার। এ প্রসঙ্গে আরব আমিরাতে সাংবাদিকদের তামিম বলেন, ‘এখনো ব্যাথা রয়েছে। তবে আমি সতর্কতার সঙ্গেই ফিল্ডিং সামলাচ্ছি। আশা করছি আমি খেলতে পারবো। আমি দলে নির্বাচিত হওয়ার জন্য প্রস্তত রয়েছি।’

সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবালের। পকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুবাদে সেখানকার পিচ তামিমের কাছে খুবই পরিচিত। সব কিছু ঠিক থাকলে তার কাছ থেকে দারুণ কিছু পেতে পারে টাইগার ভক্তরা। তবে পিএসএলের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে তামিম বলেন, ‘এটা ভিন্ন ভেন্যু ও ফরম্যাটে ছিল। ওটা সম্ভবত তাদের শীতের সময়। আবহাওয়া দারুণ এবং ২০ ওভারের ফরম্যাট ছিল। এবার গরমটা আমাদের জন্য বড় ফ্যাক্টর হবে। গরমকে সামলানোর জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে।’

টস জিতলে আগে কিসের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। তামিমের কাছে এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে বাঁহাতি এ ব্যাটসম্যান বলেন, ‘এটা নির্ভর করবে আমরা যে উইকেটে খেলবে তার উপরের অংশের ধরনের ওপর। ভালো ব্যাটিং উইকেট হলে আমরা আগে ব্যাটি করতে চাইবো। উইকেট পর্যবেক্ষণের পরই কেবল আমি এ সম্পর্কে বলতে পারবো।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়