ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিকেলে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকেলে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় কীভাবে সহযোগিতা করা যায়- সে বিষয়ে আলোচনা করতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টইউং স্ক্যাফার আজ রোববার বিকেলে ঢাকায় আসছেন।

বিশ্বব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টইউং স্ক্যাফার প্রথমবারের মতো ঢাকায় আসছেন। ঢাকা সফরের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন। একই সঙ্গে হার্টইউং স্ক্যাফার বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংক সহায়তা দিয়ে আসছে। বাংলাদেশ সফরকালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রোহিঙ্গাদের সহায়তার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।




রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৮/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়