ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৬৩ ওমরাহ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬৩ ওমরাহ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ

সচিবালয় প্রতিবেদক : জাতীয় হজ ও ওমরাহ নীতি নির্দেশনা উপেক্ষা করে পাঁচশোর বেশি ওমরাহ যাত্রী পাঠানো ও তাদের কেউ কেউ দেশে ফিরে না আসার অভিযোগে ৬৩টি ওমরাহ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ নির্দেশনা গতকাল রোববার জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরী/২০১৮ খ্রি. এর অনুচ্ছেদ নং- ২১.২.৩ ও ২১.২.৪ এর নির্দেশনা উপেক্ষা করে বেশ কিছু প্রতিষ্ঠান ওমরাহর নির্ধারিত কোটা ৫০০ এর অধিক যাত্রী পাঠানো এবং কোনো কোনো প্রতিষ্ঠানের ১ থেকে ৪৮ জন পর্যন্ত ওমরাহ যাত্রী বাংলাদেশে ফেরত না আসার অভিযোগ পাওয়া যায়।

ওমরাহ এজেন্সির এমন কার্যকলাপের জন্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং ওমরাহ ব্যবস্থাপনা কার্যক্রম দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। নির্দেশনা উপেক্ষা করে সরকারের কোনোরূপ অনুমোদন ব্যতিরেকে নির্ধারিত কোটার অতিরিক্ত ওমরাযাত্রী প্রেরণ এবং কোনো কোনো প্রতিষ্ঠান কর্তৃক ন্যূনতম ১ জন হতে ৪৮ জন পর্যন্ত ওমরাহযাত্রী বাংলাদেশ ফেরত না আসা সংক্রান্ত বিষয়ে তার এজেন্সির ব্যাখ্যা উপস্থাপনসহ কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৮/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়