ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিজিটাল হলো মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বেতন-বিল কার্যক্রম

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিজিটাল হলো মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বেতন-বিল কার্যক্রম

সচিবালয় প্রতিবেদক : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বেতন-বিল সাবমিট কার্যক্রম ডিজিটালাইজ করা হয়েছে। এখন থেকে এই মন্ত্রণালয়ের সব কর্মকর্তার বেতন অনলাইনে সাবমিট করতে হবে।

মঙ্গলবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম মন্ত্রণালয়ের সভাকক্ষে তার বেতন-বিল অনলাইনে সাবমিট করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় নাছিমা বেগম বলেন, এ কার্যক্রমের মাধ্যমে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পেপারলেস অফিসের যুগে প্রবেশ করল।

তিনি বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রায় সব ফাইলই এখন ই-ফাইলিং করা হয়। বেতন-বিল আগে কাগজে লিখে সাবমিট করা হতো। এখন থেকে আর কাগজের বিল সাবমিট করা হবে না। ইন্টারনেটের মাধ্যমে কর্মকর্তারা তাদের বেতন বিল সাবমিট করবেন।

উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয় সর্বপ্রথম অনলাইনে কর্মকর্তাদের বেতন-বিল সাবমিটের কার্যক্রম শুরু করে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দ্বিতীয় মন্ত্রণালয় হিসাবে অনলাইনে বেতন-বিল সাবমিটের কার্যক্রম শুরু করল।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু, অতিরিক্ত সচিব মো. আব্দুল করিমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়