ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রাজশাহী-রংপুর ম্যাচ ড্র

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহী-রংপুর ম্যাচ ড্র

ডাবল সেঞ্চুরিয়ান লিটন দাস ম্যাচসেরা হয়েছেন। ছবি: কবির তুহিন

ক্রীড়া প্রতিবেদক : প্রথম তিন দিনের খেলা হয়েছিল নির্বিঘ্নেই। তবে শেষ দিনের পুরোটাই খেয়ে ফেলল বৃষ্টি, খেলা হতে পারল না একটি বলও। রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যকার ম্যাচ শেষ হলো অমীমাংসিতভাবে।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে প্রথম স্তরের এই ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আজ দুপুর ১২টায় চতুর্থ ও শেষ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।



রংপুরের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১৫১ রানেই। জবাবে নাজমুল হোসেন শান্ত (১৭৩), মিজানুর রহমান (১৬৫) ও জুনায়েদ সিদ্দিকের (১০০*) সেঞ্চুরিতে ৪ উইকেটে ৫৮৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে রাজশাহী।

৪৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে অবশ্য ভালোই জবাব দিচ্ছিল রংপুর। লিটন দাসের ১৪০ বলের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে রংপুরের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩১৯ রান।



তখন ১১৯ রানে পিছিয়ে রংপুর। মাহমুদুল হাসান ৭২ ও সাজেদুল ইসলাম ২ রানে অপরাজিত ছিলেন। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার সুযোগটা শেষ দিনে আর পেলেন না মাহমুদুল।

ডাবল সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন লিটন দাস।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়